• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

পুষ্টি সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলে একটি মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ১৩ আগস্ট জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন। ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় উন্নয়ন সংঘ বিংগস প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সভাপত্ত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইশরাত জাহান। সভায় বিংগস প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন উন্নয়ন সংঘ বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহানা পারভীন।

একইদিনে শেরপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হয় উপজেলা পুষ্টি কমিটির সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মোবারক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শারমিন রহমান, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী আনোয়ার জাহিদ প্রমুখ।

 

অপরদিকে সকাল ১০টায় উন্নয়ন সংঘ বিংগস প্রজেক্টের আওতায় ইউনিয়ন চুকাইবাড়ী বালুগ্রাম কিশোরী দলের সেশন, পিডি হার্থ সেশন ও রামপুরা কমিউনিটি ক্লিনিক যৌথ পরিবীক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিবীক্ষণ দলে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভুইয়া। কার্যক্রম পরিবীক্ষণে যৌথ দল সন্তোষ প্রকাশ করেন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর