• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জ সোনা কুড়া পিজি দলে হাঁস-মুরগি পালনের সেশন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

শনিবার ৬ মার্চ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে-সবজি উৎপাদনকারী দলের মাসিক সেশনে হাঁস-মুরগি পালন সম্পর্কে আলোচনা করা হয়। 

 

পিজি দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম ভাইয়ের সভাপতিত্বে কার্যক্রম শুরু করা হয়। 

 

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায়, উন্নয়ন সংঘ বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন। সোনা কুড়া গ্রামে হাঁস-মুরগি পালন বিষয়ে সেশন করা হয়।

সেশন পরিচালনা করেন দায়িত্ব প্রাপ্ত কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (সিডিএফ) ফরিদুল ইসলাম (ফরিদ)। 

 

সিডিএফ ফরিদ পুরো সেশনে হাঁস-মুরগি পালন, হাঁস-মুরগি পালন ব্যবস্থাপনা, হাঁস-মুরগির রোগবালাই ও টিকা সম্পর্কে আলোচনা করেন। 

 

যেমন, 

★ রোগবালাই কি?

★ রোগের লক্ষণ 

★ হাঁস-মুরগিকে টিকা দেওয়ার নিয়ম ও কার্যকারিতা। 

 

আলোচনা, পর্যালোচনার ও উপস্থাপনার মাধ্যমে উক্ত সেশন পরিচালনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর