• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কর্তৃক ফলজ গাছের চারাসহ উপকরণ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীরচর হেফাজ উদ্দিন  উচ্চবিদ্যালয়ে মাঠে শনিবার ১২ সেপ্টেম্বর বিংস প্রজেক্ট উন্নয়ন সংঘ কর্তৃক ফলজ গাছের চারা, শাকসবজির বীজ সহ উপকরণ বিতরণ করা হয়। 

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরী সহায়তায়, উন্নয়ন সংঘ এর বাস্তবায়নে, BIeNGS project  বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়। সেই সুবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর  ইউনিয়নের ডিগ্রীরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মাঝে ফলজ গাছের চারা, শাক সবজির বীজ সহ উপকরণ সমুহ বিতরণ করা হয়।

 

বিতরণ কালে BIeNGS project, উন্নয়ন সংঘ এর মনিটরিং অফিসার আঃ হালিম, ইকোনমিক ডেভেলপমেন্ট ও ভেল্যুচেইন টেকনিক্যাল অফিসার আশিকুর রহমান, প্রজেক্ট অফিসার আল মজনু, প্রজেক্ট অফিসার গাব্রিয়েল পালমা, সিএফ ফরিদুল ইসলাম, সিভিএ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ও পাররামরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাকোয়াত হোসেন, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আতিকুজ্জামান আতিক, সিএনপি রুমি সহ দায়িত্ব প্রাপ্ত সিএনপি গণ উপস্থিত ছিলেন। 

 

মনিটরিং অফিসার আঃ হালিম উপস্থিত সদস্যদের মাঝে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। আলোচনায় পুষ্টির চাহিদা পুরণের কথা বলেন।তিনি বলেন গর্ভবর্তী মা, দুগ্ধ দান কারী মা, পাঁচ বছরের নিচে শিশু ও কিশোরীদের লক্ষ্যে পুষ্টিকর খাবার উৎপাদনের গুরুত্বারোপ করেন।

আশিকুর রহমান বলেন- আমরা উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে লক্ষিত প্রতিটি দরিদ্র পরিবারে ৩টা লেবুর চারা, ৩টা পেয়ারার চারা, ১২ প্যাকেট শাকসবজির বীজ, ১কেজি নেট, ২০০গ্রাম সুতা, ১কেজি পলিথিন বিতরণ ও প্রতিটি অতি দরিদ্র পরিবারে ২টা লেবুর চারা, ২টা পেয়ারার চারা, ৬ প্যাকেট শাকসবজির বীজ, ৫০০গ্রাম নেট, ১০০গ্রাম সুতা, বিতরণ করতেছি। 

 

মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সাকোয়াত হোসেন উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন- সকলেই শাকসবজির বীজ ও গাছের চারা গুলো সুন্দর ভাবে রোপণ করবেন, সঠিকভাবে উৎপাদন করে এসব খেয়ে পুষ্টির চাহিদা পুরণে সহায়ক ভূমিকা রাখবে। 

 

ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আতিকুজ্জামান আতিক তার বক্তব্যে বলেন- এতো সুন্দর পুষ্টি কার্যক্রম ও দরিদ্র এবং  অতিদরিদ্রদের উপকরণ বিতরণ সহ বিভিন্ন পরামর্শ প্রদান করায় বিংস প্রজেক্ট উন্নয়ন সংঘকে সাধুবাদ জানাই। সেই সাথে তিনি  উন্নয়ন মুলক কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দেন। 

 

বিংস প্রজেক্ট উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন মুঠোফোনে বলেন- গর্ভবতী মা, প্রসূতি মা, শিশু ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে দেওয়ানগঞ্জের ডিগ্রীরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন ১২৮ টি দরিদ্র পরিবার এবং ১৩৯টি অতি দরিদ্র পরিবারে অসহায়তা প্রদান করা হয়। তিনি আরও জানান- দেওয়ানগঞ্জ উপজেলায় ইতিপূর্বে বিতরণ সহ মোট ৯শত দরিদ্র পরিবার ও ৯শত অতিদরিদ্র পরিবারে এ সুবিধা দেওয়া হয়েছে। আমরা সফলতার সহিত দুই বছর যাবত কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা বিংস প্রজেক্ট উন্নয়ন সংঘ এর সকল কর্মকর্তা ও মাঠ পর্যায়ে সকল ভলান্টিয়ার গন আন্তরিকতার সহিত কাজ করে আসছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর