• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে করোনা প্রতিরোধে যৌথবাহিনীর সচেতনতামুলক অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ইউএনও সুলতানা রাজিয়ার নেতৃতে আজ ররিবার ৫ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সানন্দবাড়ী বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় কাচাবাজার দোকান মালিকদের সামাজিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার, জীবানুনাশক স্প্রে, অপ্রয়োজনীয় ঘোড়াফেরা,যেখানে সেখানে থুঁ থুঁ ফেলা, হাঁচি কাশি সময় টিসু রুমাল ব্যবহার করা এবং বহিরাগতদের সাথে কোলাকলি ,হ্যন্ডশেক না করার জন্য পরামর্শ দেন। 

 

দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতাল পরিচালক আহম্মেদ শাফী বলেন সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয়  মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে  বলেন যার যার অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রতি ওয়াক্ত নামাজ শেষে মসজিদের ফ্লোর জীবানুনাশক স্প্রে করে পরিস্কার করবেন, যাতে করোনাভাইরাসের জীবাণু সংক্রমিত হতে না পারে। 

 

ক্যাপ্টেন তাহমিদ বলেন- সচেতনতাই পারে করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্ত করতে। 

 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া চরআমখাওয়া ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনে ভলান্টিয়ার নিয়োজিত করে এলাকায় জীবাণুনাশক স্প্রে করণ ও জনসচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান। 

 

এ কার্যক্রম পরিচালনার সময় সেনাবাহিনী, দেওয়ানগঞ্জ মডেল থানা ও সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ বাহিনী এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম উপস্থিত ছিলেন। 

 

এছাড়াও কাউনিয়ারচর, ঝালরচর, তারাটিয়া, কাঠারবিল, বাহাদুরাবাদ, চিকাজানি ও দেওয়ানগঞ্জ সহ সকল বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর