• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে করোনাকে উপেক্ষা করে দিনেরাতে অবৈধ বালু উত্তোলন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

জামালপুর দেওয়ানগঞ্জের জিঞ্জিরাম নদীর উপর সানন্দবাড়ী সেতুর পাশে শ্যালোমেশিনের ড্রেজার বসিয়ে দীর্ঘদিন থেকে দিনেরাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে চরআমখাওআ ইউপি সদস্য শাহার আলী ও রবি আলম পিং আফছার মন্ডল। 

 

সেতুর পাশে ও সবুজপাড়া খেয়াঘাটে এক শ্রেণীর স্বার্থান্বেষী বালু ব্যবসায়ী চক্র প্রচলিত আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনরাত নদী থেকে শ্যালোমেশিন দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছে।

 

 সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপির প্রচেষ্টায়  সেতুটির ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর নিদের্শনাও রয়েছে যে সেতু বা ব্রীজ কালভার্টের ৩ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। সেতুর পাশ থেকে বালু উত্তোলনের ফলে ঝুকিতে পড়ছে কোটি কোটি টাকার নির্মিত সেতু। 

 

ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি। ৭ দিন পর পর  বালু তোলা স্থান গভীর করে ২০ ফুট অন্তর অন্তর স্থান পরিবর্তন করছে। যা পরিস্থিতি পরবর্তীতে আরো ভয়ঙ্কর রুপ নেবে। পাল্টে দিচ্ছে নদীর বৈচিএ্য। এলাকাবাসীর দাবী  শুধু বন্ধ নয়, দ্রুত যেন ড্রেজার দুটো জব্দ করে প্রশাসন। এবিষয়ে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন- চুরি করে করে, আমি কি করবো।প্রশাসনিক যারা আছে তারা দেখেনা। আমিতো চেয়ারম্যান চিল্লাইতে আছি, চিল্লাইতি আছি। আর কি করমু। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন আমিতো ওই সব বন্ধ করতে বলেছি। না করলে ঝামেলায় পড়বে ।তারপরেও আমি ব্যবস্থা নিচ্ছি।

 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন- আমি ড্রেজার বন্ধের ব্যবস্থা নিচ্ছি। শাহার আলীকে আমি একাধিকবার ড্রেজার বন্ধের নির্দেশ দিয়েছি, যেহেতু ড্রেজার অব্যহত রেখেছে। আজই ইউএনও  এবং  জেলা প্রশাসক মহোদয়কে অবগত করছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া কোন বিষয় নয়। এবিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেনÑ আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কাছে যখনই কোন ড্রেজার বা সমস্যার বিষয়ে খবর আসে তখনই আমরা সরাসরি উপস্থিত হয়ে বা প্রশাসন পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করে থাকি। 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর