• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬ জন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ২০৯ জন হতদরিদ্র পরিবারদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হচ্ছে। এ কর্মসূচী সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। প্রতি কার্ডধারী ৩০০ টাকায় ৩০ কেজি চাল পাবে। পূর্বের তালিকায় কিছু সুবিধাভোগী মৃত্যুর কারণে তাদের নাম পরিবর্তন করে নতুন দরিদ্রদের তালিকার মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।

২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদর ইউনিয়নের তিলকপুর বাজারে ডিলার জুবাইদুর রহমান চাল বিতরণ করেন।

জুবাইদুর রহমান জানান, ৫০৪ জনের মাঝে তিনি এ চাল বিতরণ করেছেন।

এভাবে পর্যায়ক্রমে প্রতিজন ডিলার তাদের নিজ এলাকার আওতাধীন কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। কোন ডিলার অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর