• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে গ্রাম আদালতের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রান্তিক জনগোষ্ঠীর গ্রাম আদালত বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় ।

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ ও প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস) যৌথভাবে আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়) এর জেলা ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, প্রশিপস এর নির্বাহী প্রধান রকেয়া সর্দার, প্রশিপসের পরিচালক রফিকুল ইসলাম, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ, প্রশিপসের সমন্বয়কারী ও প্রধান শিক্ষক আলী হায়দার বাবুল, উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি আব্দুস ছালাম প্রমুখ।

আলোচনা সভায় বাহাদুরাবাদ ইউপি সদস্য ও এলাকার বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর