• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতবিনিময় সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

সোমবার ২১ ডিসেম্বর, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রানী সম্পদ অফিসে বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীদের সাথে মত বিনিময় করেন জামালপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 

 

সভার শুরুতে জামালপুর জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ দীপন রঞ্জন রায়'কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুছ আলী, ভেটেরীনারী সার্জন ডাঃ একেএম আতিকুর রহমান, এলডিডিপি প্রকল্পের এলও ডাঃ মোঃ নাঈম মিয়া সহ আটটি ইউনিয়ন হতে আগত এলএসপি, সিল ও এআই এবং ভ্যাক্সিনেটর গণ। এর আগে ৩ জন খামারীকে ১টি করে ছাগল, মাচা, পশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  

 

মতবিনিময় সভায়  ডিএলও জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ্য মাত্রা অর্জনে প্রাণীজ প্রোটিনের চাহিদা পুরণে স্থানীয় কর্মীদের কাজ ও খামরীদের উদ্ভুদ্ধ করতে হবে। 

 

সকল কর্মীদের দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য আহবান জানান। খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সক্ষম হতে হবে। বিভিন্ন  ইউনিয়ন পর্যায়ে সরকারী এআই কর্মীদের জানান- অফিসে নিয়ে আসা প্রতি গাভীকে প্রজনন করাতে সর্বোচ্চ ৭০ টাকা নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। 

 

তিনি এআই কর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন- অফিসে আনা গরুকে কৃত্রিম প্রজনন বাবদ ৭০টাকার বেশি নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গরুকে কৃত্রিম প্রজনন বাবদ খরচের পরিমাণ সাইনবোর্ডে লিখে প্রদর্শন করাতে হবে, প্রয়োজনে মাইকিং করে সাধারণ জনগণকে মুল্য তালিকা জানাতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর