• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৪০টি গরু বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী পরিবারের ১৪০ সুবিধাভোগীদের মাঝে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক বাস্তবায়িত কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় ক্রয়কৃত গরু বিতরণ হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার পৌরশহরের গো-হাটি থেকে এসব গরু বিতরণ করা হয়।

জানা গেছে, ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে প্রতিটি গরু ক্রয় করে দরিদ্র পরিবারদের প্রদান করা হয়। দেওয়ানগঞ্জ গো-হাট থেকে বাছাইয়ের মাধ্যমে ক্রয় করে বিনামূল্যে এসব গরু বিতরণ করা হয়। ৪০ হাজার টাকার নিচে যেসব গরু ক্রয় করা হয়েছে তার অতিরিক্ত টাকা সুবিধাভোগীদের হাতে নগদ বুঝিয়ে দেওয়া হয়।

দরিদ্র সুবিধাভোগীরা জানান, বিনা অর্থে গরু পেয়ে তারা আনন্দিত।

প্রকল্পের পরিচালক চিকিৎসক নূরুল আমিন জানান, জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ এই ৪টি উপজেলায় অতিদরিদ্রদের মাঝে এসব গরু বিতরণ করা হচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলায় ২ হাজার ৭৯০টি গরু বিতরণ করা হবে। তার মধ্যে ৩ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ পৌর বাজারের গো-হাট থেকে বিবিএস ২০১৬ এর জরিপ তালিকা অনুযায়ী উপজেলার চিকাজানি ইউনিয়নের ৪টি ওয়ার্ডে ১৪০টি গরু বিতরণ করা হচ্ছে।

গরু বিতরণ করেন- পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক অতিরিক্ত সচিব খলিল আহম্মেদ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. কে. এম আব্দুল্লাহ বিন রশিদ, প্রকল্পের উপ-পরিচালক চিকিৎসক শেখ মেহদী মোহাম্মদ, জামালপুরের নির্মাণাধীন শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবিদ হোসেন মৃধা প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর