• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর দুপুর একটার দিকে দেওয়ানগঞ্জ আলোর সন্ধানী বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী শাখার জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রাপ্ত অর্থ থেকে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়টিতে মোট ২০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে অধ্যয়ন করছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি রতন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মুক্তাদির বিল্লাহ শিপন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে ছয়জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করা হয় পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের কোন বোঝা নয়। তাদেরকে সুশিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা অন্য সব সাধারণ মানুষের মতই জীবিকা নির্বাহ করতে পারেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর