• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ভেঙ্গে দেওয়া হলো অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি বাজারে অবস্থিত সেতুর পূর্ব পার্শে জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দেওয়া হয়েছে। আজ ১৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান এ অভিযান চালান।

 

জানা গেছে, সানন্দবাড়ী সেতুর পূর্ব পার্শে জিঞ্জিরাম নদীতে ২০০ গজের মধ্যে আলমের সংঘবদ্ধ একটি চক্র নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত সানন্দবাড়ী সেতুটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

 

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান ১৭ আগস্ট সেখানে অভিযান চালান। অভিযানে একটি ড্রেজার মেশিন ও ২০০টি পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ভদ্র, সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, চরআমখাওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যারা বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর