• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হল মাতৃভাষা দিবস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

আজ শুক্রবার ২১শে ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নে যথাযথ মর্যাদায় পালিত হল মহান একুশে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস।

 

 ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

সকাল ৮ঃ০১মিনিটে বাংলাদেশ আওয়ামীলীগ ডাংধরা ইউনিয়ন শাখার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ  আওয়ামীলীগ ডাংধরা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান, সহ সভাপতি আঃগফুর আর্মি, সহ-সভাপতি শুক্কুর আলী,  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মদ, বাবুল আহমদ সভাপতি স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।এসময় ১৯৫২ সালের ভাষা শহীদদের উদ্দেশ্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়, শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে সভাপতি মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলীয় সকল নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এর পর সভাপতির নেতৃত্বে বিশাল র্যালী বের হয়ে দলীয় কার্যালয়থেকে শুরু করে কাউনিয়ারচর বাজারে চারি পাশে ও মেইন রোড দিয়ে ইউনিয়ন পরিষদ হয়ে আবার দলীয় কার্যালয় এসে শেষ হয়ে আলোচনা সভা শুরু হয়। 

 

সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা শুরু করা হয়।হ  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন গফুর আর্মি, মোস্তাক আহমেদ, শুক্কুর আলী, শিপন মাহমুদ  প্রমুখ। 

 

একই সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)। বিএনপি র সভাপতি সেক্রেটারি সহ সকল নেতা কর্মী বিএনপি র দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।শহীদ দের আত্মার মাগফেরাত কামনায় বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। 

 

এর আগে ৭টা৪০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ডাংধরা ইউনিয়ন পরিষদ কার্যলয়ে, উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ,  সকল মেম্বার ও ওয়ার্ড মেম্বার সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মী বৃন্দ। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

এর আগে ৭টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, ডাংধরা ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে সেখানে যুবলীগ ও ছাত্র লীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। শহীদ ভাইদের আত্নার মাগফেরাত কামনায় তারাও দোয়ার আয়োজন করেন। এসময় ১৯৫২ সালের ভাষা সৈনিক সালাম,বরকত,শফিক, রফিক,জব্বার সহ নাম না-জানা সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে যুবলীগ ও ছাত্র লীগের নেতৃত্বে র্যালী বের হয়ে কাউনিয়ারচর বাজারের মেইন রোড দিয়ে বিভিন্ন মোড়ে প্রদক্ষিন করেন। 

 

একই ভাবে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক গণ সহ সকল ছাত্র /ছাত্রীগণ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক র্যালী বের করেন।

 

একই ভাবে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহ সকল ছাত্রীগণ। শোকর্যালী বের হয়ে মেইন রাস্তা দিয়ে    ঘুরে নিজ স্কুলে যেয়ে শেষ হয়। 

 

এভাবে সকল প্রাথমিক বিদ্যালয় সহ সকল  প্রাইভেট স্কুলের শিক্ষক ও ছাত্র /ছাত্রীগণ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। 

 

এছাড়াও চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখা, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।  এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

 

একই ভাবে সানন্দবাড়ী ডিগ্রী কলেজ,  সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় সহ সকল প্রাথমিক বিদ্যালয় ও প্রাইভেট স্কুলের শিক্ষক, ছাত্র /ছাত্রীগণ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর