• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৩টি শ্যালো মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদিসহ কয়েকশ ফুট পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

২৫ এপ্রিল বিকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার ঘাট যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আরিফুর রহমান।

অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী বলগ্রেডের ওপর স্থাপিত বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আরিফুর রহমান এ প্রতিনিধিকে জানান, জেলা প্রশাসক মুর্শেদা জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান অংশ নেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম রায়হান মাহমুদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, এসআই আব্দুল কুদ্দুস ও চুকাইবাড়ি ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রোকসানা বেগম।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর