• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশিকা বাস্তবায়ন এবং অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বেলা ১১টায় সরকারি এ কে মেমোরিয়াল কলেজের গ্রন্থাগার মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারি ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্রের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বাহাদুরাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ ইউনুস আলী, যুগান্তর সাংবাদিক মদন মোহন ঘোষ, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ প্রমুখ।

উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা হলেন জাতির গর্বিত সন্তান। আপনারা শিক্ষা দিয়ে মানুষকে মানুষ করে গড়ে তোলেন। আপনারাই পারেন দেশকে এগিয়ে নিতে। শিক্ষার মান উন্নয়নে সাবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর