• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ে লটারিতে নির্বাচিত হলো ৮১৫জন কৃষক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জে চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান ক্রয় করার জন্য উপজেলার আবেদনকৃত কৃষকদের মধ্যে থেকে  ৮১৫ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৮১৫ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বড় মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে উন্মুক্ত লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচন করা হয়। ৭ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে লটারি করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

 

নির্বাচিত কৃষকরা প্রত্যেকেই এক মেট্রিকটন করে ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার আমন মৌসুমে ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর