• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে সিএফ, সিভিএ দের নিয়ে "মাসিক মিটিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সকল সিএফ এবং সিভিএ দের নিয়ে আজ রবিবার মাসিক মিটিং এর আয়োজন করা হয়। 

 

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,  BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে  জামালপুর ও শেরপুর জেলায়। 

 

সেই সুবাদে, দেওয়ানগন্জ্ঞ উপজেলার সিএফ এবং সিভিএ দের নিয়ে দিন ব্যাপী দেওয়ানগঞ্জ BIeNGS project  অফিসে মাসিক মিটিং পরিচালনা করা হয়।

 

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন, ( BIeNGS projects) উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন। তার শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে মাসিক মিটিংয়েরঞ আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি বলেন, ম্যান কেয়ার এ্যাপ্রোচ, জেন্ডার কি? জেন্ডারের ভমিকা, জেন্ডারের ঝুঁকি, ইত্যাদি সম্পর্কে ধারণা দেন। উক্ত মধ্যে  মিটিংয়ে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ জামালপুর ও শেরপুর জেলার মনিটরিং অফিসার মোঃ আঃ হালিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ ইসলামপুর এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন,। আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জের প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু, প্রোগ্রাম অফিসার গাব্রিয়েল পালমা। 

 

  সকলের অংশ গ্রহনের মাধ্যমে সারা দিনের আলোচনার পর্যালোচনা করা হয়। 

 উক্ত সেশনে বিষয় ভিত্তিক আলোচনা করেন ইকোনোমিকস ও ভেল্যুচেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন, তিনি মাঠ পর্যায়ে সকল সিএফ দের কাজের মান বৃদ্ধির জন্য পরামর্শ দেন। তিনি আরও বলেন, পিজি গ্রুপের সাথে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ স্থাপন করা, বিভিন্ন পাইকার, আড়তদার, বীজ কোম্পানি, ঔষধ কোম্পানির সাথে যোগাযোগ করে দেওয়া। প্রতি সিএফ ভিত্তিক কমপক্ষে ২টি করে মডেল গ্রাম তৈরি করতে হবে। 

 

তিনি আরও আলোচনা করেন, ফসল চাষ পদ্ধতি, ফসলের সমস্যাবলী, ফসলের রোগ বালাই, প্রতিরোধ এবং প্রতিকার সমূহ। 

 

তিনি আরও, মাঠ ফসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, তিনি আরও বলেন মডেল পিজি গ্রুপ প্রস্তুত করণ এবং পিজি গ্রুপের মাধ্যমে সফলতার বিষয় সমূহ প্রতি মাসে রিপোর্ট দিতে হবে। 

 

উক্ত মাসিক মিটিং আরও উপস্থিত ছিলেন,  সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) , সিএফ মোঃ শরিফুল ইসলাম, সিএফ দুলাল হোসেন, সিএফ রোজি পারভীন, সিএফ জিন্নাত রেহেনা, সিএফ সুফিয়া খাতুন, সিভিএ আজিজুর রহমান, সিভিএ আফসানা মিমি মিম, সিভিএ আল-আমীন, এবং সিভিএ হারুন অর রশিদ। বিভিন্ন আলোচনা, উপস্হাপনা, যুক্তিতর্ক এর মধ্য দিয়ে সেশন পরিচালনা করা হয়।

 

সমাপ্তি বক্তব্যের মাধ্যমে সারা দিনের মিটিং সমাপ্ত করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর