• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে সিভিএ কার্যকরী গ্রুপের প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

BIeNGS প্রকল্প, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে,  জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলার ডাংধরা ও চরআমখাওয়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের আওতাধীন সিভিএ ওয়ার্কিং গ্রুপ নিয়ে প্রশিক্ষণের  আয়োজন করা হয়। 

 

উক্ত প্রশিক্ষণ সেশনে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহনা পারভীন। তার শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রামের জনসাধারণ, গর্ভবর্তী নারী, দুগ্ধদানকারী মা, দুই বছরের নিচে শিশু, পাঁচ বছরের নিচে শিশু, ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে উন্নয়ন সংঘ (BIeNGS project )   নির্রলস ভাবে কাজ করে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিভিএ প্রধান অফিসার জামালপুর এর, মোঃ জহিরুল ইসলাম।  আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ এর প্রোগ্রাম অফিসার গাব্রিয়েল পালমা, একাউন্টেন বিকাশ রায় , সিভিএ আজিজুর রহমান, সিভিএ আফসানা মিমি মিম, সিভিএ হারুন অর রশিদ,সিভিএ আল-আমিন। আরও উপস্থিত ছিলেন সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য মুক্তি যোদ্ধা কমান্ডার আঃসামাদ, বীর মুক্তি যোদ্ধা আঃ মজিদ, কবি আজিজুর রহমান, প্রফেসর খোরশেদ আলম, ডাঃ আঃ খালেক, (অবঃ শিক্ষক) সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মিজানুর রহমান, লিটন মাহমুদ সহ সকল সদস্য বৃন্দ। 

একে একে সকলে পরিচয় ও কুশবিনিময় করেন। 

 

উক্ত প্রশিক্ষণে ২দিনে ধারাবাহিক ভাবে, সিভিএ প্রধান মোঃ জহিরুল ইসলাম প্রশিক্ষক হিসাবে সেশন পরিচালনা করেন। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কমিউনিটি ক্লিনিকের সেবার আওতায় জনগণকে এগিয়ে আসতে বিশেষ গুরুত্বারোপ করেন। (BIeNGS project) উন্নয়ন সংঘ স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজকরে আসছেন। তিনি সকলকে  ঐক্য বদ্ধ ভাবে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে, জনগনকে ক্লিনিক মুখী করতে কাজ করতে বিশেষ বিশেষ পরামর্শ দেন। দু দিনের ধারাবাহিক সেশনে অংশ গ্রহনকারীগণ  গ্রুপিং, রোল প্লে,  উপস্থাপন, কবিতা আবৃত্তি ইত্যাদি ইত্যাদি করা হয়। 

 

পরি শেষে সকলকে আন্তরিকতার সহিত মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও জনসাধারণের কল্যাণে কাজ   করার জন্য পরামর্শ দেন। 

 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর