• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ৬০০ পরিবারের মাঝে সরকারি চাল ও আলু বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ জুন ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ৬০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কারণে ডাংধরা ইউনিয়নের অসহায় ও কর্মহীন ৬০০ পরিবারের মধ্যে জি আর এর ১০ কেজি করে চাল ও ১ কেজি করে আলু বিতরণ করা হয়।

১ জুন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ কর্মকর্তা মো. ওসমান গনি, ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব মো. আসাদুজ্জামান এবং সাংবাদিক বোরহানউদ্দিন ও জাকিউল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান শাহ মো. মাসুদ নিজ দায়িত্বে উপকারভোগীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন ও ইউনিয়ন পরিষদের সামনে বালটি ভর্তি পানি এবং সাবান রাখা হয়েছে। সকলেই একে একে সাবান দিয়ে হাত ধুয়ে, নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়েছে।

চেয়ারম্যান শাহ মো. মাসুদ বলেন, সরকার চাচ্ছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব হতে বাঁচার জন্য মানুষকে ঘরে থাকতে হবে। বাহিরে বের হওয়া উচিৎ নয়। সরকার কর্তৃক ত্রাণ সামগ্রী জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের চেষ্টা করছি, সাবান দিয়ে সবাইকে হাত ধোয়ার অভ্যাস করানো হয়।

চেয়ারম্যান জনসাধারণকে বলেন, করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, বাড়ি হতে বের হওয়া যাবে না, অতি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাঁচি ও কাশি দেওয়ার সময় মুখ টিস্যু, রুমাল বা কনুই দিয়ে ঢেকে রাখতে হবে, সব সময় সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর