• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পি আই সি এর আওতাধীন ডাংধরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আজ সোমবার ১০ ফেব্রুয়ারি সানন্দবাড়ী পিআইসি'র উদ্যেগে সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ ময়নুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পিআইসি'র পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান (হাবিব), এস আই আনোয়ার হোসেন, এ এস আই সোহেল রানা সহ পুলিশ টিম।

 ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব সহ  সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বিংস্ প্রকল্প উন্নয়ন সংঘ এর প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনুর অনুপ্রেরণায় অনুষ্ঠানে যোগদান করেন ডাংধরা ইউনিয়নের সিএফ মোঃ ফরিদুল ইসলাম, সিভিএ  আফসানা মিমি, সিএনপি মোছাঃ শরিফা খাতুন সহ সকল সিএফ, সিএনপি, ও পিডিএইচ ভলান্টিয়ার গণ এবং গণ্যমাণ্য ব্যক্তি। 

অনুষ্ঠানে কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক একে এম বদরুদ্দোজা সহ   সকল ছাত্র / ছাত্রী উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক একে এম বদরুদ্দোজা,  দশম শ্রেণির ছাত্র মোঃ শাকিল আহমদ ও সুমি খাতুন। 

 

ইউপি সদস্যগণ পর্যায়ক্রমে নারী ও শিশু নির্যাতন সম্পর্কে বক্তব্য রাখেন। 

 

ওসি ময়নুল ইসলাম মাদকদ্রব্যর বহন, বিপণন,সেবনের কুফল সম্পর্কে আইনী আলোচনা ও পরামর্শ  প্রদান করেন। তিনি মাদকদ্রব্য বহন, বিপণন, সেবনকারী ও জুয়াড়ীদের নির্মুল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন কোথাও কোন প্রকার যৌন হয়রানি বা কোন প্রকার অপরাধের লক্ষণ দেখলেই ৯৯৯ নম্বরে ফোন করার জন্য  ছাত্র /ছাত্রী সহ জনসাধারণকে পরামর্শ দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর