• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জের কদম তলীতে যাত্রী বাহী বাস উল্টে খাদে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের, কদম তলীতে ঢাকা হতে রৌমারী গামী পলি পরিবহন বাস উল্টে পুকুরে পরে যায়। 

 

আজ বুধবার ২৫শে ডিসেম্বর ভোর ৩ঘটিকার সময় এ ঘটনা ঘটে। 

 

স্থানীয় সুত্রে জানা যায়, ভোর ৩ঘটিকার সময় ঢাকা টু রৌমারী গামী পলি পরিবহন বাস যাত্রী সহ চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। আশেপাশের বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে এসে আবদ্ধ যাত্রীদের বাস থেকে উদ্ধার করেন। 

 

এসময় কিছু যাত্রী আহত অবস্থায় উদ্ধার করা হয়। আশংকাজনক ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহত রা রাজীবপুর সহ এলাকার বিভিন্ন  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

সকাল ৮ঘটিকার সময়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের, পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান( হাবিব)  এর নেতৃত্বে পুলিশ প্রশাসন টিম ঘটনা স্থল পরিদর্শন করেন। 

 

এলাকাবাসী সুত্রে জানা যায় , রাত ৩ঘটিকার সময় অধিক কুয়াশার জনিত কারণে ঘটনাটি ঘটেছে।

কেউ কেউ আবার চালককে দায়ী করেন। যদিও বাসটি উল্টে যাওয়ার সাথে সাথেই চালক পলাতক। 

 

সরেজমিনে দেখা যায় বকশিগঞ্জ টু রৌমারী রাস্তার, পাথরেরচর হতে রাজীব পুর সীমান্ত পর্যন্ত রাস্তার বেহাল দশা। যা যানবাহন চলাচলের অযোগ্য। এরকম রাস্তার কারণে হরহামেশা দুর্ঘটনা ঘটেই চলেছে। 

 

অপর দিকে  একই দিনে ১০টার সময় রাজীব পুর  থেকে রৌমারী গামী মটর সাইকেল আরোহী জালচিরায় অটোরিকশার সাথে সংঘর্ষে, মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে রাজীব পুর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

 

ঐ একই সময় রাজীব পুরের আরও এক মটর সাইকেল এ্যাক্সিডেন্টের রোগী  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর