• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০  

৮০ হাজার মেট্রেকটন আখ মাড়াই করে ৮ হাজার ৭৩৫ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলে ৬৩তম আখমাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

 

১৮ ডিসেম্বর বিকালে জিল বাংলা সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলীর সভাপতিত্বে আখমাড়াই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, কৃষি মহাব্যবস্থাপক মজিবুর রহমান, শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রায়হানুল হক প্রমুখ।

 

আলোচনা, মিলাদ ও দোয়া শেষে ডোংগায় আখ ফেলে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

 

কৃষি মহাব্যবস্থাপক মজিবুর রহমান জানান, উপজেলায় ২৬ হাজার হেক্টর জমিতে আখচাষ হয়েছে। চলতি আখ মৌসুমে ৮০ হাজার মেট্রিকটন আখের অনুকূলে ৮ হাজার ৭৩৫ মেট্রিকটন চিনি উৎপাদন করা হবে। চিনি আহরণের হার ৭.৭৫।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর