• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে “পুষ্টি বাগান” স্থাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি পুষ্টির বাগানে স্বেচ্ছায় কাজ করা হচ্ছে। 

 

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে,  উন্নয়ন সংঘ বাস্তবায়নে, জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলা,ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর  কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বাগান স্থাপনের সময় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে পুষ্টি বাগানের বেড করা হয়। 

 

এ সময়  কাজে অংশ গ্রহনকরেন দায়িত্ব প্রাপ্ত  সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ),  পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন, সিএনপি মোছাঃ শরিফা খাতুন, সিএনপি মোছাঃ আমিরন খাতুন ও আশপাশের কিশোর-কিশোরীগণ।

 সিএফ মোঃ ফরিদুল ইসলাম ইঞ্চি টেপ দিয়ে মেপে ৪ ফিট চওড়া ও প্রয়োজন অনুযায়ী লম্বা বেড করতে সহায়তা করেন। 

 

পুষ্টি বাগানে যেসব গাছ লাগানো হবে

 

★ লেবুগাছ 

★ পেয়ারা গাছ 

★ পেঁপে গাছ 

★ কামরাঙ্গা গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ। 

 

আরও লাগানো হবে 

★ গোলাপ ফুল সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ। 

 

এছাড়াও লাউ, কুমড়া, লাল শাক, পুইশাক, ডাঁটাশাক, ঢেরশ সহ বিভিন্ন শাক সবজি লাগানো হবে। 

উক্ত ক্লিনিকের আওতাধীন কিশোরী ক্লাবের সদস্য গণ পুষ্টি বাগান পরিচর্যা করবেন এবং উহা ভক্ষণ করিবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর