• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জের ডাংধরায় কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ মে ২০২০  

শনিবার ১৬মে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে জিআর,র চাউল ও আলু বিতরণ করা হয়।

 

বাংলাদেশ যখন (COVID-19) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার কর্তৃক অঘোষিত লকডাউন করা হয়। করোনা প্রতিরোধে জেলা প্রশাসক জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন। করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমেই বেড়েই চলেছে,  সে কারণেই থমকে যায় এলাকা, আতঙ্কিত হয় পুরো এলাকার মানুষ। কর্মহীন হয়ে পরে দৈনিক খেটে খাওয়া মানুষ গুলো, যাদের দৈনিক উপার্জনের টাকা দিয়েই চলে দৈনিক খাবার। মানুষের চলাচল বন্ধ হওয়ায় ও মহামারী করোনায় দিনমজুরদের উপার্জন বন্ধ হওয়ায়,  সরকার কর্তৃক তাদের মাঝে (জি আর 'র) জনপ্রতি ১০ কেজি চাউল এবং ২ কেজি আলু বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ১নং ডাংধরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য  চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ, রিলিফ অফিসার মোঃ ওসমান গনি, ইউপি সচিব মোঃ আসাদুজ্জামান, সানন্দবাড়ী পিআইসি'র এএসআই সেলিম সহ পুলিশ টিম।

সরেজমিনে গিয়ে দেখা যায়- চেয়ারম্যান নিজ দায়িত্বে উপকার ভোগীদের নিরাপদ দুরত্ব বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন ও ইউনিয়ন পরিষদের সামনে বালটি ভর্তি পানি এবং সাবান রাখা হয়েছে। সকলেই একে একে সাবান দিয়ে হাত ধুয়ে, নিরাপদ দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়েছে।

 

চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ "দৈনিক গণকন্ঠ" কে বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছে, এই মহামারী করোনার সময়, করোনা হতে বাঁচার জন্য মানুষকে ঘরে থাকতে হবে। বাহিরে বের হওয়া উচিৎ নয়। সরকার কর্তৃক ত্রাণ সামগ্রী জনগণের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণের চেষ্টা করছি, সাবান দিয়ে সবাইকে হাত ধোয়ার অভ্যাস করানো হয়।

 

 চেয়ারম্যান জনসাধারণকে বলেন- করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, বাড়ি হতে বের হওয়া যাবেনা, অতি প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, হাঁচি কাশি দেয়ার সময় মুখ টিস্যু রুমাল বা কনুই দিয়ে ঢেকে রাখতে হবে, সব সময় সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গণ সমাগম এরিয়ে চলতে হবে।

 

 তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, আল্লাহর রহমতে আমার ডাংধরা ইউনিয়নে এখন পর্যন্ত কোনো করোনা রোগী সনাক্ত হয়নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর