• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে গাছের পাইল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন সানন্দবাড়ীসহ কয়েকটি গ্রাম ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের ফলে বিলীন হওয়ার পথে। চতুর্থ দফায় বন্যার ফলে ব্রহ্মপুত্র নদের স্রোতের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় চরআমখাওয়া ইউনিয়নের পশ্চিম পাড়া, মন্ডলপাড়া, টুপকারচর, মৌলভীরচর মুন্সিপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকশত বাড়িঘর, মসজিদ স্কুল রাস্তাঘাট হাজার হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে।

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সানন্দবাড়ি ডিগ্রি কলেজ, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী সিনিয়র আলিম মাদরাসা, কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ মাদরাসা কমিউনিটি ক্লিনিকসহ কোটি টাকার সরকারি রাজস্ব দেওয়া সানন্দবাড়ী বাজার এখন হুমকির মুখে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনকবলিত এলাকার সরকারি-বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসাসহ শত শত বাড়িঘর আবাদি জমি বিলীন হয়ে গেছে ইতিমধ্যে।

১৮ সেপ্টেম্বর সকালে সানন্দবাড়ী এলাকার শত শত জনসাধারণের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গাছ ও বাঁশ দাঁড়ায় ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে দেখা যায়। এলাকাবাসীর উদ্যোগে নদীতে গাছের ডাল বাঁশের খুঁটি পুতে নদের স্রোত ও ভাঙ্গন রোধ করার প্রচেষ্টা চালায়।

এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সহায়তা করেন, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন কবির, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আবদুল কাদের , সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি আজিজুর রহমান ( অবঃ), সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার প্রভাষক শামসুল আলম তারেক, শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জামাত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, চর আমখাওয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু সামা আকন্দ, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলুসহ আরও অনেকে নদী ভাঙ্গন রোধ করার জন্য আর্থিক সহযোগিতাও করেন।

নদের তীরবর্তী বসতিদের ক্ষোভ, যে পরিমাণ ভাঙ্গন তাতে ব্রহ্মপুত্র নদের বাম তীরে স্থায়ী টেকসই বাঁধ না দিলে সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব। আর হাজার হাজার মানুষ হারাবে তাদের মাথা গুঁজিয়ে থাকার মত ভিটেমাটি ও বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু।

ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধের জন্য এলাকাবাসীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর