• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে- হুইপ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ  মাহাবুব আরা বেগম গিনি বলেছেন  বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। সরাসরি প্রান্তিক কৃষকদের  কাছ থেকে ধান ক্রয় করছে । কৃষকরা যাতে হয়রানি না হয় কোনো দালাল ও ফরিয়ারা সরকারের এই সুবিধা না পায় সে ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিদেশর্  দেন । তিনি কৃষকদের উদ্দেশ্য  বলেন – খাদ্য শষ্য উৎপাদনে খরচ কমাতে হবে । অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না । আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে । তিনি আরও বলেন – বন্যায় যেসব কৃষকদের ক্ষতি হয়েছে তাদের পুর্নবাসন কর্মসূচির আওতায় সার বীজ সহ সরকারি ভাবে অন্যান্য  সহায়তা দেয়া হবে । 

 

তিনি আজ ২০ নভেম্বর বুধবার গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্দ্যোগে সদর উপজেলার খানকাশরিফ খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযান এর উদ্বোধন কালে একথা বলেন । 

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির , জেলা খাদ্য নিয়ন্ত্রক মো:  জহুরুল ইসলাম  পৌর মেয়র এ্যাড শাহ মাসুদ জাহাঙ্গরি কবীর ,  জেলা আ.লীগের সাধারন সমপাদক আবু বকর সিদ্দিক , সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু , কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক মাসুদুর রহমান ,কৃষক লীগের সাধারন সম্পাদক , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ  অন্যান্য কর্মকর্তা গণ। 

জেলায় সরকারি ভাবে ২৬ টাকা কেজি দরে চলতি আমন মৌসুমে ১৩ হাজার ৪ শ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে । 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর