• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশকে স্থীতিশীল রাখতে কাজ করছে পুলিশ: ডিআইজি হারুন-অর-রশীদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ মে ২০২১  

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হারুন-অর-রশীদ বলেন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে স্থীতিশীল অবস্থা। দেশের সেই স্থীতিশীল অবস্থা বজায় রাখতে পুলিশ নিরলশভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২২ মে) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ কামালপুর রেস্ট হাউজে কামালপুর স্থলবন্দর ও লাউচাপড়া বিনোদনকেন্দ্র পরিদর্শনের এসে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডিআইজি হারুন-অর-রশীদ বলেন, জনগণের সেবা দিতে পুলিশ বদ্ধপরিকর। এ কারণে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। এছাড়া জাতীয় সেবা ৯৯৯- এ মোবাইলফোনের যেকোনো অপারেটরের মাধ্যমে বিনা খরচে সবাই পুলিশের সেবা নিতে পারেন।

জামালপুর পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুর ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তুফা কামালপুর, বকশীগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম।  

এ সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস আলী ভূঁইয়া ও শেরপুরের এসপি নাসির নাহিদ চৌধুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

পরে কামালপুর স্থলবন্দর ও জেলার একমাত্র বিনোদনকেন্দ্র লাউচাপড়া পরিদর্শন করেন ডিআইজি হারুন-অর-রশীদ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর