• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভাসানচরে প্রথম ঈদ উদযাপন করলো রোহিঙ্গারা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ মে ২০২১  

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো রোহিঙ্গারা ঈদুল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (১৪ মে) সকালে ভাসানচরে দুটি জামাতে প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করে।

১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচরে অবস্থানরত মুসলমান রোহিঙ্গারা সম্মিলিতভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে।

ভাসানচর থানার ওসি মাহে আলম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ওসি আরো জানান, ঈদের নামাজের জামাত দুটি বিটিভি ও সময় টিভি সরাসরি সম্প্রচার করা হয়। বর্তমানে ভাসানচর ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর