• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশে বেকারের সংখ্যা কমেছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

দেশে বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। যা ২০১৭ সালে ছিল ৪ দশমিক ২ শতাংশ। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ এ এমন চিত্র উঠে এসেছে।

আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিবিএস। তারা জানিয়েছে, দেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার, আর নারী ৯ লাখ ৪০ হাজার।

সভায় বলা হয়, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, কাজ করতে ইচ্ছুক এবং কাজ খুঁজছেন, কিন্তু সপ্তাহে এক ঘণ্টাও কাজ করার সুযোগ পান না এমন ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর