• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশেই পাট শাক থেকে তৈরি হচ্ছে ‘চা’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সোনালী আঁশ হিসেবে আমাদের দেশের পাট সারাবিশ্বে সমাদৃত। স্বাধীনতার আগে সারা পাকিস্তানের ৭০ ভাগ বৈদেশিক মুদ্রা আসতো এই পাট থেকে। পাটের কিছুই ফেলনা নয়। পাট শাক খুবই সুস্বাদু ও পুষ্টিমানসমৃদ্ধ। পাট শাক দিয়ে ইদানিং চাও তৈরি করা হচ্ছে। আর পাটের সর্বশেষ যেই পাটখড়ি পাওয়া যায় সেটিও পুড়িয়ে মূল্যবান কালি তৈরি করা হচ্ছে।

 

গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী ব্রান্ডিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

খন্দকার মোশাররফ বলেন, পরিবেশগত ঝুঁকির বিষয়টি বিবেচনা করে সারাবিশ্বে প্যাকেটজাত পণ্য হিসেবে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এজন্য বিশ্বে আবারও পাটের চাহিদা বেড়েছে। পাট এখন শুধু বাংলাদেশেরই নয়, সারাবিশ্বের পণ্য। 

 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্যা। অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম (সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফরিদপুরের সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়া (সিআইপি) প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর