• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশের দ্বিতীয় ডুয়েল গেজ রেল সেতু নির্মাণ হবে যমুনায়: রেলমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যমুনায় দেশের দ্বিতীয় ডুয়েল গেজ রেল সেতু নির্মাণ করা হবে।

তিনি বলেন, যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্য দিয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান রেলমন্ত্রী। এতে নির্মাণ ব্যয় হবে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ কোটি টাকা জাপানের সহযোগিতা সংস্থা জাইকা দিচ্ছে। বাকিটা সরকার অর্থায়ন করছে। আশা করা হচ্ছে আগামী ২০২৪ সালের আগস্ট মাসে কাজ শেষ হলে তা চলাচলের জন্য উন্মুক্ত হবে। 

 

রোববার বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

 

তিনি আরো বলেন, যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এছাড়া এখন যে গতিতে ট্রেন চলছে তা কিছুটা মন্থর। তবে ডুয়েল লেনের রেল সেতুটি তৈরি হলে ঘণ্টায় একশ' কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর