• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

দেশের যেকোন নির্বাচনে হারার আগেই হেরে যায় বিএনপি: সেতুমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে যেকোনো নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে। তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত। তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।

 

গতকাল সোমবার মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

 

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়।

 

সরকারের নাকি জনসমর্থন নেই—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন নির্ধারণের মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কি জনসমর্থন মেপে দেখেছে?

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন যদি জনসমর্থনের মানদণ্ড হয়, সে ক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালেই বিএনপির অবস্থান স্পষ্ট। যারা (বিএনপি) আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে, তাদের মুখে এমন কথা শোভা পায় না।

 

ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদের আসন্ন পাঁচটি আসনের উপনির্বাচনে একটিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

 

করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন সিটি করপোরেশনসহ সারা দেশের পৌরসভাগুলোকে মশকনিধন কার্যক্রম জোরদার করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনারও আহ্বান জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর