• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  


করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের ধনবাড়ীবাসীকে সচেতন করতে উপজেলা প্রশাসন তাদের ভ্র্যম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ হাফিজুর রহমান টুটুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে তাদের সহযোগিতা করেন পুলিশ প্রশাসন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন ও হাসান মোহাম্মদ হাফিজুর রহমান টুটুল জানান, সরকারী আইন অমান্য করায় পৃথক-পৃথক অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে ৪ হাজার ৫ শ’ ও মাস্ক না ব্যবহারের জন্য দু’জন পথচারীকে ৪ শ’ টাকা জরিমানা করা হয়। তারা জানান, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্বাস্থ্যবিধি মানার জন্য আহবান জানান এবং তারা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার জন্য মাস্ক বিতরণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর