• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে করোনা দূর্যোগেও দোকানে দূর্বৃত্তের হানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

বগুড়ার ধুনট শহরের আজিজ সুপার মার্কেটে অলোকা এ্যন্ড রিয়া জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লক্ষাধীক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরের দিকে চুরির বিষয়টি জানার পর মার্কেট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। 

 

জানা গেছে, ধুনট পৌর এলাকার সদরপাড়া মহল্লার বাসিন্দা প্রতিশ চন্দ্র মোদক। তার মালিকানাধীন প্রতিষ্ঠান অলোকা এ্যন্ড রিয়া জুয়েলার্স। করোনা দূর্যোগের কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর বাক্সে বিভিন্ন ধরণের স্বর্ণালংকার রক্ষিত ছিল। সোমবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাক্স ভেঙ্গে ভেতর থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়েছে। 

 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী প্রতিশ চন্দ্র মোদক বলেন, দোকানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে প্রায় লক্ষাধীক টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে চুরির বিষয়টি জানার পর মার্কেট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানানো হয়েছে।

 

ধুনট থানায় অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর