• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে প্রবাসির বাড়ির লকডাউন প্রত্যাহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে মালয়েশিয়া প্রবাসির বাড়ির লকডাউন চার দিন পর প্রত্যাহার করে নিয়েছেন প্রশাসন। 

 

বুধবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেউটনগর গ্রামের এক মালয়েশিয়া প্রবাসির ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকুরী করেন। তার বয়স ২০ বছর। এক সপ্তাহ আগে ছুটি পেয়ে ঢাকা থেকে হেউটনগর গ্রামের বাড়িতে এসে স্বর্দি-জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তিতে তার শ্বাসকষ্ট শুরু হলে ৪ এপ্রিল দুপুরে চিকিৎসার জন্য তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। 

 

এসময় চিকিৎসকরা তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করেন। ফলে ৪ এপ্রিল রাতে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা হেউটনগর গ্রামে ওই যুবকের বাড়ি লকডাউন ঘোষণা করেন। কিন্ত ওই যুবকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই। তিনি চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাতে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। 

 

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, হেউডনগর গ্রামের এক যুবক বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এ কারনে তার বাড়ির নিরাপত্তার জন্য লকডাউন করা হয়। কিন্ত পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনা সনাক্ত হয়নি। ফলে মঙ্গলবার রাতে তার বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর