• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৫৩ জন রিমান্ডে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে

ধুনটে ফল আর্মি ওয়ার্ম পোকা দমনের পরামর্শ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

বগুড়ার ধুনট উপজেলায় ভূট্টা ফসলের ক্ষতিকর পোকা ফল আর্মি ওয়ার্ম দমনে সচেতেনতা সৃষ্টির লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মাঠপাড়া ঈদগাহ প্রাঙ্গনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। 

 

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিনূর ইসলাম, ফজলার রহমান, জুয়েল হোসেন, আদম আলী খান, সামিউল্লাহ সরকার, ধুনট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কৃষক শাহীন সরকার ও রকিবুল হাসান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর