• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে যুবলীগ নেতা হত্যা মামলা ডিবির হাতে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সবুরকে কুপিয়ে (৩৫) হত্যা মামলার তদন্তভার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে এই মামলার যাবতীয় নথিপত্র বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে পাঠানো হয়েছে। 

 

মামলা সূত্রে জানা যায়, আব্দুস সবুর পেশায় গবাদিপশুর পল্লী চিকিৎসক। নিহত সবুর উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে। তার সাথে প্রতিবেশী স্কুলশিক্ষক নুরুল ইসলাম ফকির ও তার ভাতিজা নিমগাছি ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কামরুল হাসানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। 

 

এ অবস্থায় ২০ নভেম্বর দুপুর ২টার দিকে আব্দুস সবুর পেশাগত কারনে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তার বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দুরে রাস্তায় পৌছলে ঘাতকরা পথরোধ করে দেশীয় তৈরী অস্ত্র দিয়ে কুপিয়ে সবুরকে হত্যা করে। ঘটনার পর থেকে হত্যাকান্ডের সাথে জড়িতরা পলাতক রয়েছে।

 

এ ঘটনায় নিহত আব্দুস সবুরের স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে ২২ নভেম্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নান্দিয়ারপাড়া গ্রামের নুরুল ইসলাম ফকির ও তার স্ত্রী মর্জিনা খাতুন এবং ভাতিজা বহিস্কৃত যুবলীগ নেতা কামরুল হাসানসহ ১৪জনকে আসামী করা হয়েছে।

 

এদিকে হত্যাকান্ডের ১৭ দিন অতিবাহিত হলেও এই মামলার আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে নিহতের স্বজনদের মাঝে সবুর হত্যা মামলার বিচার না পাওয়া নিয়ে চরম হতাশা বিরাজ করছে।  

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই হত্যা মামলাটি তদন্তের জন্য বগুড়া জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর