• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

নানার তেলপড়ায় নাতনী ৫ মাসের অন্ত:সত্তা নানা আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

ছবিতে: শ্রীবরদীতে ধর্ষণে অভিযোগে আটক নানা বদর আলী।

ছবিতে: শ্রীবরদীতে ধর্ষণে অভিযোগে আটক নানা বদর আলী।

শেরপুরের শ্রীবরদীতে ৬০ বছর বয়সের বৃদ্ধ নানার তেলপড়ার নামে নাতনীকে ধর্ষণে ৫ মাসের অন্ত:সত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি পূর্বপাড়া গ্রামে। ধর্ষিতা শিশু ওই গ্রামের লাল মিয়ার মেয়ে। পুলিশ ধর্ষক বদর আলীকে (৬০) আটক করেছে । এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

 

ভিকটিম ও তার মা মাজেদা বেগম জানায়, ভিকটিম কাকিলাকুড়া বালিকা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে। ভিকটিমের নানার চাচাতো ভাই বদর আলী একই বাড়ির বাসিন্দা। বদর আলী ৩ ছেলে ২ মেয়ে। একই বাড়ির সুবাদে বদর আলী তাদের ঘরে যাতায়াত করতো। প্রায় ৫/৬ মাস আগে ভিকটিমের সাথে তার প্রতিবেশী এক যুবকের মন দেয়ানেয়া চলছিল। এ সময় তার প্রেমিক তাকে বিয়ে করতে রাজী হয়নি। এ নিয়ে তার নানা বদর আলী তাকে তার প্রেমিককে বিয়েতে রাজী করাতে তেলপড়া দেয়ার কথা বলে কথা বলে তাকে তার গোয়াল ঘরে নিয়ে যায়। এ সময় তার নাকে মুখে তেলপড়া দিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে। এভাবে কয়েকদিন ধর্ষণের পর বিষয়টি জানাজানির হলে হয়তো তার প্রেমিক তাকে বিয়ে করবেনা এ ভয়ে সে ঘটনাটি গোপন রাখে। এতে ভিকটিম অন্ত:সত্তা হয়ে পড়ে। পরে তার শারীরিক অবস্থার পরিণতি দেখে তার পরিবার তাকে ডাক্তারি পরীক্ষা করান। এতে ৫ মাসের অন্ত:সত্তা রিপোর্ট পেলে ঘটনাটি জানাজানি হয়। এ নিয়ে মঙ্গলবার শালিস বৈঠক বসার আয়োজন করে ভিকটিমের পরিবার। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মিষ্টার মিয়া জানান, তারা শালিসের কথা বলেছে। যেহেতু এটা শালিস যোগ্য না এ জন্য শালিসীতে যাইনি। এ ব্যাপারে শালিস বৈঠকে কেউ না আসায় ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক বদর আলীকে আটক করেছে। 

 

এ সময় ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।    

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর