• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

নিরলসভাবে কাজ করে ভাতা কার্যক্রমকে শতভাগ বাস্তবায়ন করুন- স্মৃতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন,বিশ্বরত মাননীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য শতভাগ ‘ভাতা কার্যক্রম’ ঘোষণা করেছেন। ২০২০-২০২১ অর্থ বছরে দেশের ১০০ টি উপজেলার মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকেও এর আওতায় নিয়েছেন। এটি বাস্তবায়নের স্বার্থে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির নিরলসভাবে কাজ করতে হবে। ৫ আগস্ট বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । উম্মে কুলসুম স্মৃতি এমপি এসময় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আরো বলেন, শতভাগ ‘ভাতা কার্যক্রমে কোন উপকারভোগি যেন বাদ না পড়ে, সেবিষয় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং এ কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনে প্রচার- প্রচারণা চালানোর নির্দেশ প্রদান করেন। 

 

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খান বিপ্লবসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পথে ভাতগ্রামে গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডাক্তার ইউনুস আলী সরকার এমপির কবর জিয়ারত ও মরহুম সাংসদের বড় ভাই আব্দুল বাসেত সরকারের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেন এছাড়াও পরিবারের সদস্যদের সাথে স্মৃতিময় কিছু সময় কাটান গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর