• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন না করার কঠোর নির্দেশ ওয়াবদুল কাদেরের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনের আধুনিকরণ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

 

কাদের বলেন, আচরণবিধি নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তারপরও যেটা হয়ে গেছে সেটা মানতে হবে। মন্ত্রী-এমপিদের নির্বচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার ক্ষেত্রে যেহেতু বিধি-নিষেধ আছে, সেজন্য দলীয়ভাবে নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশ দেয়া হয়েছে।

 

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেছেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেয়। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো প্রশ্ন উঠছে না, আইন লঙ্ঘন হয় না। বাংলাদেশে কেন লঙ্ঘন হবে? সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি।

 

সাধারণ সম্পাদক বলেন, আমি তারপরও বলবো, নির্বাচন কমিশনের যে আচরণবিধি তা আমরা পালন করবো। মন্ত্রী-এমপিরা আচরণবিধি মেনে চলছে। কারণ মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনোভাবে যেন আচরণবিধি লঙ্ঘন করা না হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর