• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল বগুড়ার ছাত্রলীগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  


বগুড়ার সাবগ্রাম এলাকার দরিদ্র কৃষক সোহরাব হোসেনের (৬৫) ২৮  শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১২টার পর বগুড়া সদরের সাবগ্রামের চান্দপাড়া মাঠে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামসহ ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা ধান কেটে দেন।

কৃষক সোহরাব হোসেন জানান, ধানে পাক ধরলেও শ্রমিক সংকটের কারণে ধানকাটা নিয়ে চিন্তিত ছিলাম। এর সাথে শ্রমিকের দাম বেশি। লকডাউনে থাকায় নগদ টাকাও নেই। শ্রমিক খাটালেও ধান বিক্রি করে টাকা দিতে হতো। সেখানে ছাত্রলীগের নেতা মুকুল ইসলাম কেমন করে যেন খবর পেয়ে এসে অনুমতি নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে। তার সাখে আরো কয়েকজন ছিলো।

বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি কৃষক সোহরাব হোসেন অর্থাভাবে ধান কাটতে পারছেন না। তাই আমরা সবাই মিলে ধান কেটে দিচ্ছি। ধান কাটতে আসা ছাত্রলীগের সকল নেতাকর্মী রোজা আছে। তারা সকলেই রোজা রেখে ধান কাটছেন ধান কাটা শেষে আমরা কৃষকের বাড়িতে সেই ধান পৌঁছে দিয়েছি। 
কৃষক সোহরাব হোসেনের জমিতে মুকুল হোসেনের সাথে আরও ধান কাটেন জেলা ছাত্রলীগের কর্মী ইউসুফ, শামীম, জীম, নুর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী।
তারা সকলেই গতবছর দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছিল। এবছরও তারা দরিদ্র কৃষকের ধান কাটলো। এ বছর লক ডাউনের শুরু থেকে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম শহরের ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করে যাচ্ছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর