• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাওনাদার কে না পাওয়া গেলে যা করবেন!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

আমরা অনেকেই নিজেদের বিশেষ কোন প্রয়োজনে নিকট আত্মীয় বা পরিচিতজনদের কাছে টাকা-পয়সা বা প্রয়োজনীয় জিনিস ধার নিয়ে থাকি। 

 

এখন প্রশ্ন: পাওনাদারকে যদি না পাওয়া যায়, তাহলে তার পাওনা আদায় করার উপায় কি?

উত্তর: সাধ্যানুযায়ী খোঁজা-খুজির পরেও যদি পাওনাদারের সন্ধান লাভ সম্ভব না হয়, তাহলে দেনা পরিমাণ টাকা পাওনাদারের পক্ষ থেকে গরিব-মিসকিনকে দান করে দিবে এবং মনে মনে এই নিয়ত রাখবে যে, এই দানের সওয়াব পাওনাদার পাবে। তাহলে ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে এই দানের কারণে বিপদের সম্মুখীন হতে হবে না।

 

অবশ্য পরে যদি পাওনাদার এসে যায় তাহলে দান করার ব্যাপারটি তাকে জানানোর পরও তার পাওনা ফেরত চাইলে তাকে পাওনা পরিশোধ করতে হবে। এবং পূর্বের দান তার নিজের পক্ষ থেকে গণ্য হবে। (ফাতাওয়ায়ে তাতার খানিয়া: ৫/৫৯১)।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর