• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাকা চুল কালো করতে ব্যবহার করুন আমলকি, ফলাফল এক রাতেই!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

বিভিন্ন কারনে চুল পড়ার পাশাপাশি সাদা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগছেন। বয়সের তুলনায় চুলে পাক ধরে যাওয়া অনেকটাই লজ্জার বিষয়। 

 

আর এই সমস্যাটি ঢাকতে বিভিন্ন কেমিকেলযুক্ত হেয়ার কালার ব্যবহার করে থাকেন সবাই। তবে জানেন কি? ছোট্ট এক ফল আমলকির সাহায্যেই কিন্তু আপনি পাকা চুল কালো করতে পারবেন রাতারাতিই! 

 

আমলকিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি। যা মাথার ত্বককে সুস্থ রাখে। এর ফলে চুল পড়ার পাশাপাশি অকালে চুল পাকা রোধ করে। এজন্য আপনি আমলার গুঁড়া বা সতেজ আমলাও ব্যবহার করতে পারেন। এবার জেনে নিন নিয়ম-

 

প্রণালী: সামান্য নারকেল তেল কয়েক মিনিট গরম করে নিন। তার মধ্যে মিশিয়ে নিন আমলার গুঁড়া। পাঁচ মিনিট ধরে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার চুলা বন্ধ করে মিশ্রণটি ঠাণ্ডা করুন। এবার এটি আপনার চুলে ও স্ক্যাল্পে ব্যবহার করুন। এবার সারা রাত মিশ্রণটি মাথা রাখুন। সকালে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’দিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে চুল কালো হবে। 

 

এই প্যাকের পাশাপাশি দুই দিন অন্তর আমলকির রস, লেবুর রস, কাঠবাদামের (আমন্ড অয়েল) তেল মিশিয়ে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত রেখে ধুয়ে ফেলুন। এই নিয়ম মানলে চুল কালো করতে আর বাজারের ক্ষতিকর পণ্যের প্রয়োজন নেই।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর