• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

পাট খাতে যুগোপযোগী সংস্কার করা হচ্ছে: সচিব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাট খাতে যুগোপযোগী সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।


 
এর আগে বস্ত্র ও পাট সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উজবেকিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

পাট সচিব বলেন, ‘বাংলাদেশ পরিবেশবান্ধব পাটের বহুমুখী ব্যবহার ও উচ্চ মূল‌্যের পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণের লক্ষ‌্যে কাজ করছে। ইতোমধ্যে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, পাট পাতার পানীয়, জুট জিও-টেক্সটাইল এবং পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ উৎপাদনের মাধ্যমে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব হয়েছে।’

সচিব আরো বলেন, ‘পলিথিন ও প্লাস্টিকের অতি ব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে বিকল্প হিসেবে প্রাকৃতিক তন্তু ব্যবহারে বিশ্বব্যাপী নতুন আগ্রহ ও মতৈক্য জোরদার হচ্ছে।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর