• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

পান্তমারী গ্রাম সমিতিতে গরুর তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

আজ সোমবার ৩০শে ডিসেম্বর। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ক্লাস্টার, সানন্দবাড়ীর আওতাধীন পান্তামারী গ্রাম সমিতির, গরু পালন উৎপাদনকারী সদস্যদের গরুর জন্য তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

 

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অবহেলিত জনগোষ্ঠীর (হত দরিদ্র পরিবার নিয়ে) কাজ করে যাচ্ছে।

 এস ডি এফ এর আওতাধীন জেলা সমুহের গ্রাম পর্যায়ে কার্যক্রম করে যাচ্ছে।

 

পান্তামারী গ্রাম সমিতির সভাপতি ছাহেরা বেগমের সভাপতিত্বে ভ্যাক্সিন ক্যাম্পেইন এর  আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি সকল সদস্যদের ধৈর্য সহকারে নিয়ম নীতি মেনে গরুকে টিকা নেয়ার জন্য আহবান জানান। 

 

উক্ত ভ্যাক্সিন ক্যাম্পেইন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসডিএফ ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ গাজিউর রহমান। তিনি সংগঠনের সকল সদস্যর গরুকে তড়কা রোগের টিকা নেওয়ার জন্য পরামর্শ দেন। 

 

এক দিনের এই ভ্যাক্সিন ক্যাম্পেইন পরিচালনা করেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর  এল এস পি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) ও ১০নং ক্লাস্টারের এল এস পি লিটন। তাহারা উৎপাদনকারী দলের সকল সদস্যদের গরুকে টিকা প্রদান করেন এবং গরু গুলোকে নিয়মিত কৃমি মুক্ত করার জন্য পরামর্শ দেন । সকল সদস্য গরু পালন ও চার টি মারাত্মক রোগ এবং রোগের টিকা সম্পর্কে অবগত হন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর