• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পোরশায় উন্মুক্ত লটারির মাধ্যমে ধান সংগ্রহের কৃষক নির্বাচন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

নওগাঁর পোরশায় চলতি আমন মৌসুমে সরকারী খাদ্যগুদামে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

 

উপজেলা খাদ্যশষ্য সংগ্রহ কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্বরে এ লটারী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবারই প্রথম লটারীর মাধ্যমে আমন চাষী তালিকা হতে ৬ ইউনিয়নের বাচাইকৃত ১হাজার ৭৩২জন কৃষকের কাছ থেকে সরাসরী ১হাজার ৭৩২মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলে জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আখতার, খাদ্য কর্মকর্তা রতন কুমার প্রামানিক, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম ও ওসিএলএসডি আব্দুল মাতিন সহ কর্মকর্তা ও কৃষকগণ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর