• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রত্যাহার হলো অনুমতি ছাড়া হাসপাতালের সংবাদ প্রকাশের নির্দেশনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

অনুমতি ছাড়া সরকারি হাসপাতালের কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করা যাবে না বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ যে নির্দেশনা দিয়েছিল সেটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। 
মঙ্গলবার সংশোধিত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। 


 
এর আগে গত ১২ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের ওই নির্দেশনায় বলা হয়, গবেষণা, জরিপ অন্য কোনো তথ্য বা সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। সংগৃহীত তথ্য বা সংবাদের বস্তুনিষ্ঠতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। বিনা অনুমতিতে হাসপাতালের ভেতরে রোগী বা স্বাস্থ্যসেবা কার্যক্রমের কোনো স্থির চিত্র বা ভিডিও ধারণ করতে পারবেন না। সংগৃহীত তথ্য প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতা বিষয়ে কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ করতে হবে।

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে সমালোচনার মুখে নির্দেশনার ওই অংশটি প্রত্যাহার করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। 

সংশোধিত নির্দেশনাটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর