• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে "কৃষকদের মাঝে জিঙ্ক ধানের বীজ" বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

BIeNGS প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হারভেস্ট প্লাস বাংলাদেশ বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশনের তত্ত্বাবধানে  জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলার ডাংধরা ইউনিয়নের ক্ষুদ্র কৃষকদের মাঝে জিঙ্ক ধানের বীজ বিতরণ করা হয়। 

 

উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (BIeNGS project), উন্নয়ন সংঘ, ডাংধরা ইউনিয়নের সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। আরও উপস্থিত ছিলেন (BIeNGS project), হারভেস্ট প্লাস বাংলাদেশ, ডাংধরা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত সিইএফ মোছাঃ হাসিনা বেগম। আরও উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি সহ উপকারভোগী কৃষক গন। এসময়ে বিশেষ অতিথির বক্তব্যে সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) বলেন, জিঙ্ক ও পুষ্টির অভাবে বাংলাদেশের, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মা,শিশু দের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও তুলনামূলক ভাবে শিশুরা বাড়ছেনা। তাই বেশি বেশি শাক সবজি ও জিঙ্ক ধান চাষ করে। পর্যাপ্ত পরিমাণ শিশু সহ আমরা খেয়ে জিঙ্ক ও পুষ্টির চাহিদা পুরণের চেষ্টা করবো। উপস্থিত সকলে সহ কৃষক গন আগ্রহী হয়ে একমত প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে সিইএফ হাসিনা বেগম প্রকল্পের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে কৃষকদের মাঝে জিঙ্ক ধানের বীজ বিতরণ করা হয়। 

 

 আমি উক্ত জিঙ্ক ধান উৎপাদনকারী দলের কার্যক্রম এবং "জিঙ্ক  ধানের  প্রদর্শনী প্লটের "  সফলতা কামনা করছি। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর