• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রধানমন্ত্রীকে ‘এক মিনিটের করতালি’ উপহার দিলো মেহেরপুবাসী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

মুজিববর্ষে মেহেরপুরবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এক মিনিটের করতালি’ উপহার পাঠিয়েছে তিন শতাধিক তরুণ-তরুণী।
বৃহস্পতিবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের বার্ষিক ইয়ুথ কনফারেন্স ২০২০-এ একসঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এ বিশেষ উপহার দেয়া হয়।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর গাংনী উপজেলা শাখা আয়োজিত এ কনফারেন্সে উপস্থিত ছিলেন সংস্থাটির জেলা শাখার সভাপতি পলাশ আহমেদ, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা ও শিক্ষাবিদ আবুল কাশেম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর গাংনী শাখার সমন্বয়কারী হেলাল উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যশোর অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম রকি, যুগ্ম কো-অর্ডিনেটর সুমাইয়া সুলতানা দিবা, ইউনিয়ন সমন্বয়কারী গোলাম আম্বিয়া।

অতিথিরা জানান, মেহেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শুভেচ্ছা হিসেবে দীর্ঘ এক মিনিট করতালি দেয়া হয়। এতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর তিন শতাধিক তরুণ-তরুণী অংশ নিয়েছেন। আগামীতে মেহেরপুরের মানুষের জন্য প্রধানমন্ত্রী আরো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

কনফারেন্সে করোনা মোকাবিলায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর গাংনী এরিয়ার ইউনিয়ন পর্যায়ের ৯ জন সমন্বয়কারীকে সম্মাননা স্মারক দেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর