• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রধানমন্ত্রীর উপহার পেলো দোকানবাসী মালেকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০  

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন পয়ষট্টি ছুঁই ছুঁই দোকানবাসী মালেকা খাতুন। কুড়ি বছর পূর্বে বিধবা হওয়া  মালেকা ওরফে মালার তিন ছেলে দুই মেয়ের কেউ ই তার কাছে নেই। বিয়ে করে যে যার মতো আলাদা হয়ে গেছে। সেই থেকে উপজেলার গান্ধাইল বাজারের ভাড়া ছোট্ট একটি মুদি দোকানই মালেকার ঘর সংসার। 

সর্বশেষ হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সেই দোকানটিও  উচ্ছেদের কবলে পড়ে। গত ২০ মে কালেরকণ্ঠে এই সংবাদ প্রকাশের পর কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী মালেকার খোঁজ খবর নেন। ঘটনার সত্যতা পেয়ে মালেকার জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি আধাপাকা ঘর নির্মাণের ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘরটির নির্মাণ কাজ শেষ হয়েছে। 

গত বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা গেছে দোকানবাসী মালেকার নতুন ঘরে সংসার গুছিয়ে নিয়েছেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।   

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ সংবাদ প্রকাশের পর খোঁজ খবর নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  তাকে ঘর করে দেয়া হয়েছে।’  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর