• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রধানমন্ত্রীর বদন্যতায় মাদারগঞ্জে যমুনার তীর রক্ষায় নতুন প্রকল্প

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর পূর্ব তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন রোধকল্পে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতায় মাদারগঞ্জ বাসীর সেই দাবি পূরণ হল। গতকাল ১০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) সভায় পাঁচ শত ৮৪ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের পাশাপাশি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাবাসীর জন্যও সুখবর রয়েছে। সভায় অনুমোদন করা হয়েছে ‘জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলাধীন বালিজুড়ি ও পাকেরদহ এলাকা এবং বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলাধীন জামথল এলাকার যমুনা নদীর ভাঙ্গন থেকে তীর রক্ষা’ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ শত ৮৪ কোটি টাকা।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৬ দশমিক ২৫ কিলোটিমার যমুনা নদীর পূর্ব পাড়ে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা হবে। বগুড়ার সারিয়াকান্দির অংশটি মূলত যমুনা নদীর পূর্ব পাড়ে এবং মাদারগঞ্জের অংশের সঙ্গে সংযুক্ত।

 

তিনি বলেন, প্রকল্প এলাকায় জুট টেক্সটাইল ইনস্টিটিউট, ২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট, পাট গবেষণা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ যমুনা নদীর সন্নিকটে অবস্থিত। উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদী ভাঙ্গনের হুমকির মধ্যে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু নদী ভাঙ্গন রোধ হবে না উপরন্তু বিস্তীর্ণ এলাকার ফসল বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।

একনেকের সভায় নদীর তীর রক্ষা প্রকল্প অনুমোদিত হওয়ার সংবাদে মাদারগঞ্জ উপজেলাবাসী খুবই আনন্দিত। অনেকে উচ্ছাস প্রকাশ করে বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। তিনি উদ্যোগ না নিলে এতো বড় একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন লাভ করতো কিনা সন্দেহ। আমরা মাদারগঞ্জবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ এবং চিরঋণী। অনেকে বলেন, আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে হায়াতে তৈয়বা এবং জনকল্যাণে ও উন্নয়নে আরও বেশি অবদান রাখার তৌফিক দান করুন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর